Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (DoICT ) ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ এবং বর্তমান সরকারের লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য বিষয় যেমন-আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি, মানসম্মত শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ ও অন্যান্য বিষয় নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উল্লেখযোগ্য কার্যক্রম নিম্নরূপঃ

(ক) দক্ষ মানবসম্পদ (ডিজিটাল সক্ষমতা উন্নয়ন)

  • আইসিটি অফিসিয়ালদের জন্য প্রশিক্ষণ;
  •     
  • ই-নথি প্রশিক্ষণ;
  •     
  • জাতীয় তথ্য বাতায়ন প্রশিক্ষণ
  •     
  • শিক্ষকদের ICT in Education Literacy Training
  •     
  • শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের মাধ্যমে ভাষাগুরু সফটওয়ার এর উপর TOT;
  •     
  • She Power প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন;
  •     
  • বিপিও (Business Process Outsourcing) সামিটেরর মাধ্যমে বিপিও সেক্টরে কর্মসংস্থান;
  •     
  • সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন;
  •     
  • এছাড়াও সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

(খ) ই-গভর্নমেন্ট (ডিজিটাল সরকার)

  • সুশাসন,সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ই-নথি বাস্তবায়ন;
  •     
  • সকল নাগরিকের নিকট তথ্য সরবরাহের নিমিত্ত জাতীয় তথ্য বাতায়ন বাস্তবায়ন ও হালনাগাদকরণ;
  •     
  • সরকারি অফিসসমূহের নাগরিক সেবা অটোমেশনে সহায়তা প্রদান;
  •     
  • সরকারি অফিসসমূহে আইসিটি সাপোর্ট প্রদান;
  •     
  • এছাড়াও সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

(গ) কানেক্টিভিটি (ডিজিটাল অবকাঠামো উন্নয়ন)

  • শেখ রাসেলল ডিজিটাল ল্যাব স্থাপন;
  •     
  • বিশেষায়িত ল্যাব স্থাপন;
  •     
  • সাধারণ তথ্য প্রযুক্তি অবকাঠামো স্থাপন;
  •     
  • পয়েন্ট অব ইন্টারকানেক্ট (POI) স্থাপন;
  •     
  • ডিজিটাল ভিলেজ স্থাপন;
  •     
  • জাতীয় সংসদ অটোমেশন;
  •     
  • পররাষ্ট্র মন্ত্রণালয় অটোমেশন;
  •     
  • শেষ মেইল পর্যন্ত উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন;
  •     
  • ভিশন ২১ টাওয়ার: ডিজিটাল লিটারেসি সেন্টার;
  •     
  • এছাড়াও সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

(ঘ) ইন্ডাস্ট্রি প্রমোশন (ডিজিটাল প্রমোশন)

  • ডিজিটাল বাংলাদেশ দিবস (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস) আয়োজন;
  •     
  • বিপিও (Business Process Outsourcing) সামিট বাংলাদেশ আয়োজন;
  •     
  • জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও উন্নয়ন মেলা আয়োজন;
  •     
  • জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযেগিতা আয়োজন;
  •     
  • জাতীয় শিশু দিবস আয়োজন;
  •     
  • Women ICT Frontier Initiative (WIFI);
  •     
  • আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা পুরস্কার আয়োজন;
  •     
  • Asia-pacific Information Superhighway (APIS) স্টিয়ারিং কমিটির সভা আয়োজন;
  •     
  • এছাড়াও সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।